প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাগোমুন্সীগঞ্জ ৩য় বর্ষপূর্তি ৪র্থ বর্ষে পর্দাপণে আলোচনা সভা

জাগোমুন্সীগঞ্জ ৩য় বর্ষপূর্তি ৪র্থ বর্ষে পর্দাপণে আলোচনা সভা। মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জের নারায়ণগঞ্জ এরিয়া রিসোর্ট পার্কে আজ বুধবার ৬ই ডিসেম্বর বিকেল সাড়ে পাচঁটায় জাগোমুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর ৩য় বর্ষপূর্তি ৪র্থ বর্ষে পর্দাপণের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-সময় অবগতয়ে মুন্সীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সাবেক স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক পলিটিক্যাল নেতা অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন ও বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি জনাব মিজানুর রহমান ইরান। বক্তব্যকালে উপস্থিতি ছিলেন, চরকিশোরগঞ্জ রিসোর্ট কমিটির পার্কের সভাপতি, ৯নং ওয়ার্ড দীল মুহাম্মাদ ও মোফাজ্জল হোসেন, মোহাম্মদ স্বপন মিয়া,আনিছুর রহমান, মোহাম্মদ বাদল মিয়া, ইয়ানবী, শফিকুল, আবু তালেব আবু, মোহাম্মদ হাবিব। এছাড়াও উপস্থিতি ছিলেন, মোহাম্মদ শাহআলম হালাদার ও মোঃ আবুল মাদবর ও ঢাকা মহানগর প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন অফিসার ও দৈনিক আলোকিত সকাল স্টাফ রিপোর্টার, জাগো মুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোঃ সুজন বেপারী, জাগো মুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর স্টাফ রিপোর্টার সাংবাদিক ডা: মোঃ নয়নসহ অন্যান্য প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন