প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

পাবনায় ডিবির অভিযানে ৬ কেজি গাঁজা সহ এক জন আটক

পাবনায় ডিবির অভিযানে ৬ কেজি গাঁজা সহ এক জন আটক। পাবনা জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে একজন মাদক ব্যবসায়ী ০৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার। পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ০৫/১২/২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)বেনু রায়, এএসআই(নিরস্ত্র) রুহুল আমিন বিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন কামারগ্রামস্থ গ্রামের লোকমান মোল্লার বসতবাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন প্রাং ০৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনি ১৯(খ) ধারায় মামলার দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন