প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নাচোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ উত্তোলনের উদ্বোধন অনুষ্ঠিত

নাচোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ উত্তোলনের উদ্বোধন অনুষ্ঠিত।  চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে,কামার জগদঈলে,২০২৩ – ২৪ অর্থবছরে খরিফ২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পিঁয়াজে উত্তোলন করা হয়। গ্রীষ্মকালীন পিঁয়াজ উত্তোলনের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি উপ-পরিচালক ডঃপলাশ সরকার। বুধবার(৬ডিসেম্বর) সকাল ১০টায় নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে মোঃ জসিম উদ্দিনের কলাবাগান, শষা ক্ষেত পরিদর্শন ও কামার জগদঈলে, মোঃমনোয়ারুল আজম এর গ্রীষ্মকালীন পিঁয়াজ উত্তোলনের উদ্বোধন করেন। এর পর ম্যাংগো রফিকের, মালটা বাগান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সালেহ্ আকরাম,কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আমিনুল ইসলাম ও উপ-সহকারী কৃষি অফিসার রাকিবুল ইসলাম। এ সময় পিঁয়াজ চাষিরা বলেন, তার ৫০শতাংশ জমিতে কাটিমন আম বাগানে ১০০মণ পিঁয়াজ উৎপাদন হয়েছে বলে জানান। চাষীরা আরো বলেন,নাচোল উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ রোপন করে এ বছর লাভবান হয়েছি। নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছে। উপ-পরিচালক ডঃ পলাশ সরকার জানান, দেশে পেঁয়াজের আবাদ বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর উদ্দেশ্যে নাসিক এন – ৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রত্যাশার চেয়ে অনেক ভালো ফলাফল পাওয়া গেছে। আগামীতে চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি। এ পেঁয়াজের চারা রোপনের তিন মাসের মধ্যে পেঁয়াজ বাজারজাত করা যায়। এছাড়া প্রতি বিঘায় ১২০ থেকে ১৩০ মন পিঁয়াজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, নাসিক এন -৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে কৃষকরা লাভবান হবে। উপজেলার ৪ টি ইউনিয়নে দুই দফায় ৩০০ জন করে ৬০০ জন কৃষকের মাঝে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষের উপকরণ হিসেবে বিঘা প্রতি ১ কেজি বীজ, ২০ কেজি এমওপি ২০ কেজি ডিএফপি এবং বীজতলা তৈরিতে পলিথিন, বালাইনাশক, নাইলনরশি সহ সব উপকরণ দেওয়া হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন