প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁয় ট্রেনের নিচে বাছুর পড়ে ফাটলো এয়ার পাইপ

নওগাঁয় ট্রেনের নিচে বাছুর পড়ে ফাটলো এয়ার পাইপ । নওগাঁর জেলার রানীনগর উপজেলা মঙ্গলবার রাত ৭ টার দিকে নওগাঁর রানীনগর লালমনিরহাট আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে য়ায় । সে সময় যওয়া পথে একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পরে একটি এয়ার পাইপ ভেঙে যায় । এ এয়ার পাইপটি মেরামত করতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে । জানা যয়, বিকেল সাড়ে ৩ টার দিকে ট্রেনটি রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে বাছুরটি মারা যায়। তবে বাছুরের কারণে ট্রেনের এয়ার পাইপটি ভেঙে যায়। ফলে আটকে যায় ট্রেনটি।রানীনগর স্টেশনের মাস্টার আব্দুল খালেক বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি বাছুর ট্রেনের নিচে চাপা পড়ে। মিটার গেজ একটু নিচু হওয়ায় বাছুরটি এয়ার পাইপের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে এয়ার পাইপটি ভেঙে যায়। এতে ট্রেনটি স্টেশনের রেলগেট এলাকায় আটকা পড়ে। স্টেশন মাস্টার আরও বলেন, পরে সান্তাহার ক্যারেজ ডিপার্টমেন্টের লোকজন এসে এয়ার পাইপটি মেরামত করে। এরপর রাত ৭ টা ১২মিনিটে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। নওগাঁ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন