প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাটগ্রাম আলেয়া শিশু নিকেতন এর পঞ্চম ও দশম শ্রেণির শিক্ষার্থী বিদায় সংবর্ধনা

হাসিবুল পাটগ্রাম সংবাদ দাতাঃ

লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলায় অবস্থিত আলেয়া শিশু নিকেতন এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,অভিভাবক সমাবেশ এবং পঞ্চম ও দশম শ্রেণির শিক্ষার্থী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় আলেয়া শিশু নিকেতন এর অধ্যক্ষ হামিদা পারভীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব,পাটগ্রাম পৌর বি.এম কলেজ অধ্যক্ষ সেকেন্দার আলী,পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক আনিসুল রহমান,পাটগ্রাম আলেয়া শিশু নিকেতন এর সভাপতি আশরাফুজ্জামান জুয়েল।
আয়োজনে আলেয়া শিশু নিকেতন পাটগ্রাম লালমনিরহাট।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন