প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সড়ক দুর্ঘটনা নিহত কমলগঞ্জের আদমপুর বাজারের ব্যবসায়ী মোঃ রুহেল বক্ত এর স্মরণ সভা ও দোয়া মাহফিল

সড়ক দুর্ঘটনা নিহত কমলগঞ্জের আদমপুর বাজারের ব্যবসায়ী মোঃ রুহেল বক্ত এর স্মরণ সভা ও দোয়া মাহফিল । মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজ সড়ক দুর্ঘটনায় নিহত আদমপুর বাজারের ব্যবসায়ী মোঃ রুহেল বক্ত এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা ও সঞ্চালনায় আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, নিসচা সদস্য সচিব এ এস এম কাইয়ুম। আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন ডাঃ সিরাজ উদ্দিন,কমলগঞ্জ প্রেসক্লাবে সহসভাপতি, নিসচা উপদেষ্টা শাব্বির এলাহি, নিসচা কমলগঞ্জ উপজেলা আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুস সালাম, মজর আলী, তোতা মিয়া,সাংবাদিক আকাশ, আব্দুল মোমিন, আদমপুর বাজার মসজিদ এর ঈমান, উক্ত অনুষ্ঠানে রুহেল বক্ত এ স্মরণ বক্তারা স্মৃতিচারণ করেন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন