অজিত দাস, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগান গুলোতে বছর শেষ নভেম্বর ও ডিসেম্বর মাসের প্রথম দিকেই শুরু হয় চা গাছ আগাছা ছাটাই এর কাজ।
এসময় চা শ্রমিকগন বিভিন্ন দেব দেবীকে প্রার্থনা ও পূজা আর্চনার মধ্যে দিয়ে তারা কাজ শুরু করেন।
সরেজমিনে গেলে দেখা যায় বড়লেখা উপজেলার, বাংলাদেশ চা বোর্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত সুনামধন্য নিউ সমনবাগ চা বাগান ও পাথারিয়া চা বাগান দুই ডিবিশনে চা গাছ আগাছা ছাটাই ( পোনিং) শুরু হয়।
চা গাছ ছাটাই এর শুভ উদ্ধোধন করেন নিউ সমনবাগ চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল আল নোমান, পাথারিয়া চা বাগানের ডিবিশনে,ডেপুটি ম্যানেজার শাহীদ নেওয়াজ,
এসময় উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের’ বাংলাদেশ স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নিউ সমনবাগ চা বাগানের কর্মরত প্রধান ঠিলা করনিক বাবু গংগেশ রঞ্জন দেব,অফিস হেড ক্লার্ক বাবু বিমল দে, বাবু শুভাষ দাশ,বাবু দিপক কুর্মী।
পাথারিয়া চা বাগানের প্রধান ঠিলা করনিক বাবু শিবানন্দ দত্ত ( টিংকু) বাবু পৃথ্বীশ রঞ্জন পাল, বাবু সমর সিংহা, বাবু শ্রী কুমার কালোয়ার, বাবু সন্দীপ সিংহা,সাংবাদিক অজিত দাস।
আরো উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের বাগান পঞ্চায়েত কমিটির বর্তমান সভাপতি কন্দ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রশাধ ভর,সাবেক পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার, সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, সর্দার রাংগা চরন সাঁওতাল, সর্দার দেবনারায়ন রবিদাস, চা শ্রমিক নেতা রাসবিহারী দাস, ও চা শ্রমিক বৃন্দ।
পাথারিয়া চা বাগানের ইউপি সদস্য সমিরন মুন্ডা, পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু মহনলাল রিকমুন, সাধারণ সম্পাদক জয় বুনার্জী, আসাদ আলি ও চা শ্রমিক বৃন্দা।