প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোদাগাড়ীতে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা উদ্যোগে নৌক মার্কার বিজয়ের লক্ষ্যে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

গোদাগাড়ীতে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা উদ্যোগে নৌক মার্কার বিজয়ের লক্ষ্যে আনন্দ
র‍্যালী ও আলোচনা সভা।  রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় শ্রমিক লীগের পৌর শাখা উদ্যোগে আজ মঙ্গলবার ৫ ডিসেম্বর /২০২৩ইং তারিখ বিকাল চারটা সময় আলম সুপার মার্কেটে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার প্রার্থী নৌকার মাঝি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, এম.পি’র বিজয়ের লক্ষ্যে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মো: তোজাম্মেল হক বাবু সহ সভাপত্তিতে। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আলী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম। বিশেষ অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম। পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর মো আব্দুল জাব্বার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম , মো হামিদ রানা,মো সাকিল,মো নুরুজ্জামান কাজল, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর শ্রমিক লীগের ১ থেকে ৯ নাং ওয়াডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল ও তাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব রবিউল আলম বলেন দুঃখ খোব পাওয়া, না পাওয়া , ভুলে দল মত নির্বিশেষে আমরা নৌকার পক্ষে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করব , দেশের উন্নয়ন গোদাগাড়ী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, এম.পি’কে বিজয় করতে হবে আমাদের। গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি মিনাল ইসলাম ০১৭১২৪৮৩৫৩৪ ৫ ডিসেম্বর /২০২৩ইং

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন