প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ নওগাঁ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কৌতুক অভিনেতা চিকনআলী মনোনয়ন পত্র বাতিল ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ নওগাঁ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কৌতুক অভিনেতা চিকনআলী মনোনয়ন পত্র বাতিল ঘোষণা । নওগাঁ-৩ আসনে স্বতন্ত্রপ্রার্থী কৌতুক অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলীসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। জেলা প্রশাসক মো. গোলাম মওলা তাদের মনোনয়নপত্র যাচাই -বাছাই শেষে এ ঘোষণা দেন।তিনি জানান, মনোনয়নের সঙ্গে যুক্ত ভোটার তালিকায় অসঙ্গতি, মামলার তথ্য গোপন, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কার বিবরণীর তথ্য জমা না দেওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।বাকিরা হলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডিএম মাহবুব-উল মান্নাফ, বিএনএফ প্রার্থী জাবেদ আলী, এনপিপি প্রার্থী স্বপন কুমার দাস ও জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা।তবে নৌকার প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জাকের পার্টির প্রার্থী আলাল হোসেন ও আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী সাবেক সংসদ সদস্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।এছাড়াতৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরীর মনোনয়ন সোমবার বিকেল ৪টা পর্যন্ত স্থগিত রাখাহয় মনোনয়ন বাতিল প্রসঙ্গে শামিনুর রহমান ওরফে চিকন আলী বলেন, যেহেতু মাঠে নেমে পড়েছি সেহেতু আপিল করতেই হবে। আমাদের কাজ জনগণ নিয়ে। রাজনীতি করলে মানুষের খুব কাছাকাছি থাকা যায়। আমি অবশ্যই আপিল করব। নওগাঁ প্রতিনিধিঃ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন