প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিক জহির আলমের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ- জিহাদ হোসেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ জহির আলম সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

গতকাল মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক খুরশীদ আলম গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ জহির আলম সিকদারের উপর মোঃ মোখলেস ও ইয়ামিনসহ কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে এস আই মিজানুর রহমান সজীব বলেন, আমরা অভিযোগ পেয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় আানা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন