প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ মোবারক হোসেন নাদিম, বিশেষ প্রতিনিধিঃ

গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধারসহ মোট ০১ জন এবং বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে নরসিংদী মডেল থানা কর্তৃক একটি অভিযানে ০১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ০১ জনকে গ্রেফতার করা হয় এবং রায়পুরা থানা কতৃক একটি অভিযানে পরোয়ানা মূলে সিআর ০৪ জনকে গ্রেফতার করা হয়। নরসিংদী মডেল থানা কর্তৃক সালিদা মোড় এলাকা থেকে ০১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ মোঃ নূর উদ্দিন চৌধুরী (২৮) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২১টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন