প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাচোলে কৃষকদের মাঝে উপশী ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নাচোলে কৃষকদের মাঝে উপশী ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল(উপশী)ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার (৪ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রারন অধিদপ্তরের আয়োজনে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহামিনা শারমীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। সহকারী কমিশনার (ভুমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম,উপসহকারী কৃষিকর্মকর্তা রাকিব হাসানসহ সহায়তা গ্রহণকারী কৃষক। চলতি মৌসুমে ৪হাজার ৫০জন কৃষকদের মাঝে ৫কেজি করে উন্নত জাতের ধানবীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে বলে, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়। এ সময় কয়েকজন কৃষকের হাতে রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল ধান বীজ তুলে দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন