পীরগাছায় অবশেষে ডেপুটেশন হলো সহকারী শিক্ষকের । রংপুরের পীরগাছায় জামিরজান সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিন্দ্র নাথের ডেপুটেশন হলো চর ছাওলা কামারের হাট সরকারি প্রাঃ বিদ্যালয়ে। তথ্য সুত্রে জানা গেছে, জামিরজান সহকারী শিক্ষক রবিন্দ্র নাথ ঐ স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ছোট্ট একটি বিষয় নিয়ে দু’একটি কথা বলার পর শিক্ষার্থীকে অতর্কিত ভাবে কানে থাপড় দেন এবং বিভিন্ন স্থানে চর থাপড় মারার জন্য গুরুতর অসুস্থ হলে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে শিক্ষার্থীর বাবা মোঃ আব্দুর রহিম ছেলের বিচার প্রার্থী হিসেবে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন পত্র জমা দেন, আবেদনের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসারের আদেশক্রমে জামিরজান সরকারি প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিষয়টি আপোষ করেন। কিন্তু লিখিত ভাবে আপোষ- মিমাংসার পেপারস না থাকায় ঐ শিক্ষককে ডেপুটেশনে যেতে হয়েছে বলে জানা যায় । জামিরজান সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিন্দ্র নাথ অফিসাল বিধান মেনে শিক্ষা অফিসারের অনুমতিক্রমে গত ২৭-১১-২৩ ইং তারিখে জামিরজান সরকারি প্রাঃ বিদ্যালয় থেকে চর ছাওলা কামারের হাট সরকারি প্রাঃ বিদ্যালয়ে যোগ দান করেন।