দিগন্ত রেখায় ভোরের আলো ফুটতেই
মনের আকাশে দেখা দেয় চঞ্চল মেঘ,
তোমার কণ্ঠস্বর শোনার প্রতীক্ষা
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।সারাক্ষণ তোমাকে জ্বালাতে ইচ্ছে করে
ইচ্ছে করে তোমাকে জাপটে ধরি;
চিৎকার করে বলি ভালোবাসি
বলতে বলতে অস্থির করে তুলি তোমায়।দিবসের প্রথম প্রহর থেকেই
অজানা ভালোলাগায় ছটফট করে দূরন্ত মন,
তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছে ধীরে ধীরে
সমুদ্রের মত গভীরতা পায়।অপেক্ষার শাণিত ফলায় ক্ষতবিক্ষত
হয় গোধূলী বেলার রক্তিম ভালোবাসা।