প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খাগড়াছড়িতে ২ইটভাটায় লাখ টাকা জরিমানা, জ্বালানী কাঠ জব্দ

খাগড়াছড়িতে ২ইটভাটায় লাখ টাকা জরিমানা, জ্বালানী কাঠ জব্দ । পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা ২ইট ভাটায় অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার(৪ ডিসেম্বর)সকাল থেকে দুপর পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে ২ইট ভাটার মালিককে এ অর্থদন্ড প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন। মেসার্স এবিসি ইটভাটার মালিক মোঃ লাতু এবং আরশি ইটভাটার মালিক মোঃ হারুন মিয়ার ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন। এসময় পুলিশ সদস্যসহ বিজিতলা বনবিভাগের রেঞ্চার নিয়াজি উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন, খাগড়াছড়ি জেলা সদরের ২ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন