হাতিয়ায় কোষ্টগার্ড এর অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ০১ জন আটক। গোপন সংবাদের ভিত্তিতে ৩ ডিসেম্বর ৯ঃ৫০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক স্টেশান কমান্ডার হাতিয়া এম সফিউল্যাহ , এসসিপিও (এক্স) এর নেতৃত্বে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন এমপির পোল বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ ফাহাদ ইবনে আমির (৩১) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চর বিরবিরি গ্রামের বাসিন্দা ডাঃ মৃত আমির হোসেনের ছেলে।পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।