প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ভাস্কর নিতুন কুন্ডুর জন্মদিন পালিত

ভাস্কর নিতুন কুন্ডুর জন্মদিন পালিত ।ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা নিতুন কুন্ডুু এর শুভ জন্মদিন। তাঁর পুরো নাম: নিত্য গোপাল কুন্ডু। তিনি ০৩ডিসেম্বর ১৯৩৫ তারিখে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশি চিত্রশিল্পী, নকশাবিদ, ভাস্কর, মুক্তিযোদ্ধা ও শিল্প-উদ্যোক্তা। তিনি সাবাশ বাংলাদেশ, সার্ক ফোয়ারা প্রমূখ বিখ্যাত ভাস্কর্যের স্থপতি। তিনি আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান অটবি স্থাপন করেন ও সফলতা লাভ করেন। তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৯৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।নিত্য গোপাল কুন্ডু ১৫ সেপ্টেম্বর ২০০৬ তারিখে ৭০ বছর বয়সেম মারা যান। আজ এ গুণী শিল্পীর জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন