প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বারুইপুর জেলা পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুস্কৃতিকারী প্রেম চোপড়া।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশের বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানার মল্লিকপুর ক্যাম্প ইনচার্জ রিজুর হোসেনের নেতৃত্বে একটি টিম হানা দেয় জান মসজিদের কাছে। এবং ওখানে একটি বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে বারুইপুর থানা এলাকার তোলাবাজ এবং ছিনতাইকারী এবং বিভিন্ন যায়গায় অপরাধের সাথে যুক্ত কুখ্যাত অপরাধী সোহেল ওরফে প্রেম চোপড়া কে। এবং তার কাছ থেকে পাওয়া যায় একটি ওয়ান সাটার পিস্তল ও কিছু তাজা কার্তুজ। বারুইপুর থানা র আই সি শ্রী সৌম্যজিত রায় ও বারুইপুর জেলা পুলিশের এস পি জানান যে এই অপরাধী দীর্ঘদিন ধরে এলাকায় মোস্তানি ও বিভিন্ন যায়গায় অপরাধমূলক কাজ করে যাচ্ছিল। পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে তাকে আজ মল্লিকপুর ক্যাম্প থেকে কিছু দূরে জান মসজিদ এলাকা থেকে প্রেম চোপড়া কে গ্রেফতার করে। আগামী কাল তাকে বারুইপুর জেলা পুলিশের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন