প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর সোনাতলা বাইতুল মামুর জামে মসজিদের(৭তম) ওয়াজ ও দোয়া মাহফিল

মির্জাপুর সোনাতলা বাইতুল মামুর জামে মসজিদের(৭তম) ওয়াজ ও দোয়া মাহফিল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের আওতাধীন সোনাতলা গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে (৭তম) ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোজ রোববার(০৩.১২.২০২৩)ইং বিকেল ০৪ ঘটিকা থেকে রাত্রি ০২ ঘটিকা পর্যন্ত শেষ হয়। উক্ত সোনাতলা বাইতুল মামুর জামে মসজিদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোশাররফ হোসেন (রাজু)। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল-১৩৬, মির্জাপুর-৭ আসনের জনপ্রিয় এমপি.খান আহমেদ শুভ। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলী হোসেন(রনি)। এছাড়াও ওই অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্ মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতী মোস্তাক আহমেদ রাজশাহী। সেই সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ৩২ইঞ্চি বক্তা মাওলানা কারী মোহাম্মদ সোলায়মান নূরী। ওই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা অলি উল্লাহ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন মো:আলাল উদ্দিন। সরজমিনে ঘুরে জানাগেছে, উক্ত সোনাতলা মামুর জামে মসজিদের সপ্তম বার্ষিকী উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের সমাগম ঘটে বলে জানাগেছে। এ অনুষ্ঠানে পরিশেষ আগত ভক্তবৃন্দের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে। শুভসাহা,বিশেষ প্রতিনিধি:

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন