প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনার দাকোপ উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত

খুলনার দাকোপ উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত । খুলনার দাকোপ উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন- ২০২৩ অনুষ্ঠিত। ০৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দাকোপ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮ শত জন। এই ১ হাজার ৮ শত জন ভোটার তাদের নিজ নিজ এলাকায় বসে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবে। দাকোপ উপজেলায় মোট ৪ টি ইউনিয়নে ১৭ টা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন গুলো হচ্ছে দাকোপ, কৈলাশগঞ্জ, কামারখোলা ও সুতারখালি ইউনিয়ন এই ৪ টি ইউনিয়নের ১৭ কেন্দ্রে মোট ১ হাজার ৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী বেঁচে নিবে যারা আগামী ১ বছর তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে। জানা যায় নির্বাচনে সভাপতি প্রার্থী পদে নির্বাচন করছে ৩ জন তারা হলেন শামসুন্নাহার বেগম, ববিতা রায় ও মোসাঃ রওশনআরা বেগম। সহ-সভাপতি পদে ৪ জন এদের মধ্যে ২ জন নির্বাচিত হবেন তারা হলেন হিমাদ্রী মৃধা, শিবানী মন্ডল, নাসরিন আক্তার ও রত্না মৃধা। সাধারণ সম্পাদক পদে ২ জন তার হলেন রত্না সানা ও রেখা রায়।সাংগঠনিক সম্পাদক পদে ২ জন শাহানাজ বেখম ও রেখা রায়। যুগ্ম সম্পাদক পদে ২ জন অর্পনা রায় ও অম্বিকা বিশ্বাস। দপ্তর সম্পাদক পদে ৩ জন দীপিকা মন্ডল, কাকন বালা মন্ডল ও ঝর্ণা বেগম। কোষাধ্যক্ষ পদে ৩ জন অনুরাধা চক্রবর্তী, ইতিকা মন্ডল ও নাসরিন আক্তার সাথী। সদস্য পদে প্রার্থী ৪ জন অসীমা মন্ডল, লতিকা মোড়ল, খাদিজা আক্তার ও আলেয়া খাতুন। উপজেলার সকল ইউনিয়নে ভোট গ্রহন শেষ হওয়ার সাথে সাথে ভোটের বাক্স নিয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যলয়ে নিয়ে আসা হয় সেখানে ভোট গণনা করে ঘোষণা দেওয়া হবে বলে জানা যায়। কথা হয় ভোট চলাকালীন সময়ে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্টবাড়ি দিশারী অফিসের সেন্টারে দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের দায়িত্বরত কৃষি কর্মকর্তা মেশকাতুল মেজবাহ ও সহযোগী সমাপ্তিকা বর্মণ নির্বাচনী এ্যাটাপ্টার কমিটির আহবায়ক এবং মালতী গাইন নারী সামাজিক এ্যাসোসিয়েশন ইউনিয়ন গ্রুপের সভানেত্রীর সাথে তারা বলেন সকাল থেকেই খুব সুন্দর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই সেন্টারে মোট ভোটার ১২০ জন এদের মধ্যে ১১৭ জন ভোট দিয়েছে বাকি ৩ জন অনুপস্থিত তাই তারা ভোট প্রয়োগ করতে পারিনি। আমরা ভোট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নিয়ে যাচ্ছি ঐখানে সকল সেন্টারের ভোট আসবে এবং এক সাাথে গুণনা করে ঘোষণা দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন