প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অনেক কিছু বলার ছিলো

অনেক কিছু বলার ছিলো

অনেক কিছু বলার ছিলো বলা হলো না। অনেক কিছু জানার ছিলো জানা হলো না। কবিতা পড়ার প্রহর গুলো রয়েছে থেমে এখনো, ছন্দ বিহীন কবিতা নিয়ে আমি দিশেহারা যেন। তোমাকে বলার আমার অনেক কথা আছে মনে, তুমি চলে গেলে বিপরীতে সময় গেছে থেমে। আজ নয় কোন অভিযোগ আছে শুধু প্রশ্ন, কেন এসেছিলে আমার প্রান্তে আছে উত্তর কোনো! একাকীত্বের ভার বড্ড লাগে ভারি সয়ে গেছি আমি, তোমার যাবার বেলায় এই পথটি ভুলে গেছো তুমি। আজও আমি খুঁজে ফিরি সেই চিরচেনা ছন্দ, কবিতা লেখার প্রহরগুলোতে লেগে যায় যেন দন্দ। আকাশ জুড়ে মেঘেরা সব যাচ্ছে ছুটে কোথায়, আমি যে নেই আমার আমিতে ডুবে আছি কোন মায়ায়। তোমার জন্য কবিতারা আজ রয়ে গেছে থেমে, ভগ্ন হৃদয় খুঁজে চলেছে চিরচেনা সেই প্রেমে। নির্বাক চোখে চেয়ে আছি আমি তোমায় পাবো বলে, কবিতার মাঝে দেখি তোমায় ভরা আখি জলে। আজ এই শ্রাবণের বর্ষণে কবিতারা দিচ্ছে সারা, লিখছি তাই আসছে মনে কলম আমার পাগলপারা। অনেক কিছু বলার ছিলো বলা হলো না, কবিতা আমার হলো লেখা তোমার জানা হলো না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন