প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সুনামগঞ্জ১ আসনের এমপি রতন এর মায়ের ইন্তেকাল

সুনামগঞ্জ১ আসনের এমপি রতন এর মায়ের ইন্তেকাল । সুনামগঞ্জ এক আসনের তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এর গর্ভধারিনী মাতা মৃত আব্দুর রশিদ এর সহধর্মিণী রাবেয়া খাতুন(৭৫) ইন্তেকাল ফরমাইয়াছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোয়াজ্জেম হোসেন রতন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ -১আসনে ৩বারের সংসদ সদস্য।এবং ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন এর মমতাময়ী মাতা।৩রা ডিসেম্বর গভীররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকাল বয়স (৭৫)বছর।তিনি চারপুত্র ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমার জানাজার নামাজ আজ বিকাল তিনটার সময় নিজ বাড়ি পাইকুরাটি ইউনিয়নের নওধারস্থ হাওর বাংলা চত্বরে অনুষ্ঠিত হবে। সদ্যপ্রয়াত মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার সকল শ্রেণীর জনমানুষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন