প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জে অভ‍্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ শুরু

কিশোরগঞ্জে অভ‍্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ শুরু।নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমের অভ‍্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় ২০২৩-২৪ বছরের আমন সংগ্রহের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, সংসদ সদস‍্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তারিকুল হক, মমতাজ অটোর চেয়ারম‍্যান সাহাজাদা ইমরান হানিফ ও মা বাবার দোয়া ভান্ডার ও হাসকিং মিলের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম ডালিম প্রমুখ। উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান জানান,চলতি মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৫৪৮ মেঃ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৩৭১ মেঃ টন চাল সংগ্রহ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন