প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নন্দীগ্রামে শতাধিক নারীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

নন্দীগ্রামে শতাধিক নারীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত । বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নে শতাধিক নারীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মায়ের মত করি যতন, শিশু হবে দেশের রতন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ ও ফলাফল প্রকাশের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার দুপুরে চককয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। বিদ্যালয়ের সভাপতি এডভোকেট প্রদীপ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে মোহাম্মদ আলী সিদ্দিক, আশরাফ আলী, ইদ্রিস আলী, উর্মি তালুকদার, প্রধান শিক্ষক অতুল চন্দ্র, ইউপি সদস্য যথাক্রমে কায়ছার আলী, মুকুল হোসেন, আব্দুল হালিম, সিদ্দিকুর রহমান, সমাজ সেবক আলমগীর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মা সমাবেশে শিক্ষার্থীদের মা এবং আশপাশের গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন