প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নির্বাচনের সময় মানুষের মাঝে মিথ্যাচার করাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তর মূল কাজ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

আজ (২২ সেপ্টেম্বর) শুক্রবার সকালে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নে তিন বলেছেন, বাংলাদেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছেন জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া। স্বাধীনতার ৫২ বছরের মধ্যে ২৯ বছর তারা ক্ষমতায় ছিলেন।

এর আগে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার ৫২ বছরের মধ্যে ২৯ বছর জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছর ও তার উত্তরাধিকারী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯ বছর মিলে মোট সাড়ে ২২ বছর ক্ষমতায়। আমাদের সাড়ে ২২ বছরের সঙ্গে তাদের ২৯ বছর তুলনা করলে মানুষ বুঝবে যে তারা ক্ষমতায় থেকে এদেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছে।

স্বাধীনতার অপশক্তি কখনোই চায়নি বাংলাদেশ আত্মমর্যাদাপূর্ণ রাষ্ট্র হোক বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করা ও সাধারণ জনগণকে মিথ্যাচার করে বিভ্রান্ত সৃষ্টি করাই স্বাধীনতার বিপক্ষের শক্তির মূল কাজ। আমার বিশ্বাস যত অপপ্রচার করুক না কেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি তাতে কোনদিন বিভ্রান্ত হবে না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন