প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিজয়ের মালা

রক্তের স্রোতে বীর শহিদদের স্মরণে
আজকের বিজয়ের মালা
ত্রিশ লক্ষ প্রাণ উৎসর্গ করিয়া আনিলো বিজয়
ত্রিশ লক্ষ মায়ের বীর সন্তানেরা।
৭১এ হয়েছিল হায়নাদের সম্মুখে যুদ্ধ
বাংলা মা কে বাঁচাইতে বাধিল সবে ঐক্য
ধরিল অস্ত্র করিলো সীমাহীন যুদ্ধ
তাদের গল্প শুনলে এখন,
মোর শ্বাস হয়ে যায় রুদ্ধ।
কাপুরুষ হায়না নিলো লুটে
বাংলার মা, বোনের ইজ্জত কেড়ে।
সবুজ বাংলায় আসিলো বিজয় মাখা ডিসেম্বর
রক্ত, ইজ্জত, আত্নত্যাগের বিনিময়ে
অর্জিত হয়েছিল আজকে স্বাধীন বাংলা
তাদের ত্যাগে মুখে মোদের, মায়ের বাংলা ভাষা।
তাদের স্মরণে লিখিলাম আজ
বিজয়ের মালা ১৬ই ডিসেম্বর।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন