প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিগঞ্জ উপজেলা পল্লীতে শিশু শালীকাকে ধর্ষণ: আসামি ময়মনসিংহে আটক

এস এম তাজুল হাসান সাদ , কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পল্লিতে শিশু সালিকাকে ধর্ষণ মামলার আসামি হানিফ গাজী (২৪) কে ময়মনসিংহের ত্রিশাল থেকে আটক করেছে পুলিশ।

প্রায় ৩ মাস পূর্বে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ডাগরখালের বেড়িবাঁধের উপর ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় হানিফ গাজী। সে কালিকাপুর গ্রামের নেছার আলীর ছেলে এবং ধর্ষিতা শিশুর আপন বড় বোনের স্বামী।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর শিশু সালিকাকে মাছ ধরার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় হানিফ গাজী এবং সন্ধ্যা ৭ টার ৩০ মিনিটের দিকে বেড়িবাঁধের উপর ভীতিপ্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করে। ধর্ষনের স্বীকার হয়ে পরিবারের সদস্যদের জানালে ধর্ষিতা শিশুর মা খাদিজা খাতুন বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় হানিফ গাজীর বিরুদ্ধে এজাহার দায়ের করে।

কালিগঞ্জ থানায় মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো: ফাহাদ হোসেন জানান, প্রযুক্তির সাহায্য আসামির অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনার মাধ্যমে গত ১ ডিসেম্বর রাত্র ৩টা ৩০মিনিটের দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে হানিফ গাজীকে গ্রেপ্তার করে কালিগঞ্জ থানায় নিয়ে আশা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন