প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দর্শনায় ফেনসিডিল সহ গ্রেফতার ১

  মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩২ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দর্শনা থানার আকন্দাবাড়ীয়া গ্রামে অভিযান চালায়।

এসময় আকন্দবাড়ীয়া বন্ধুতলার মোড়ে একটি বাঁশ বাগানের সামনে থেকে পাশ্ববর্তী সিংনগর গ্রামের আমানত মন্ডলের ছেলে মোঃ জহিরুল ইসলাম ছোটন (২৮)র দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।প

রে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন