প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনা প্রেসক্লাব’র নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির অভিনন্দন

অরুন দেবনাথ ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রেসক্লাব’র নির্বাচনে এস,এম নজরুল ইসলাম সভাপতি, মামুন রেজা সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে এস,এম কামাল হোসেনসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

এরা হলেন, সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, সহ সভাপতি অরুন দেবনাথ,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, সুব্রত ফৌজদার, এস রফিকুল ইসলাম, জি,এম ফিরোজ, শেখ আব্দুস সালাম,গাজী মাসুম, আনোয়ার হোসেন আকুঞ্জি,সেলিম আবেদ,গাজী নাসিম,মাহাবুবুর রহমান ও গাজী আব্দুল কুদ্দুস।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন