প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডোমারে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার’

মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী ডোমারে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মোস্তাকিন ইসলাম ফরিদ (২০)কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে এস আই রেজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডিমলা উপজেলার মতিরবাজার থেকে ফরিদকে গ্রেপ্তার করে। ফরিদ উপজেলার পাঙ্গঁা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গঁা গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে। ছাত্রীটি পাঙ্গঁা মহেষ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও একই এলাকার মৃত মমিনুর রহমানের মেয়ে। ছেলে ও মেয়ে সম্পর্কে চাচা ভাতিজি। বর্তমানের ছাত্রীটি ৭ মাসের অন্ত:সত্ত্বা বলে জানাযায়।
ছাত্রীটির পরিবার ও মামলা সুত্রে জানাযায়, গরুকে খাওয়ানোর জন্য ছাত্রীটি ভূট্টার পাতা আনার জন্য ভূট্টাক্ষেতে গেলে এলাকার রেয়াজুল ইসলামের ছেলে মোস্তাকিন জোরপূর্বক ধর্ষণ করে এই ঘটনা কাউকে বললে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে ভূট্টাক্ষেত হতে চলে যায় ধর্ষক। প্রানের ভয়ে ছাত্রীটি ঘটনার বিষয়ে পরিবারের লোকজনকে বলেনি। ছাত্রীটির শারীরিক আকৃতির পরিবর্তন ঘটলে তার বড়বোন মনি আক্তার জিজ্ঞাসা করলে ঘটনার বিস্তারিত খুলে বলেন। পরে বিষয়টি মেয়েটির পরিবারের লোকজন ইউপি চেয়ারম্যানকে অবগত করলে স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্ঠা করেন।
ছেলের চাচা নজরুল ইসলাম বলেন, স্থানীয় ভাবে একমাস আগে মেয়ের সাথে ছেলের বিয়ে দেওয়া হয়েছে পাঙ্গঁা মটুকপুর ইউনিয়নের বিয়ে রেজিস্ট্রার (কাজী) গোলাম ফারুক বিয়ে রেজিস্ট্রি করান। মেয়ের বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত মেয়েটি তার বাবার বাড়ীতে থাকবে মেয়েটির চিকিৎসার খরচ বাবদ ৮০ হাজার টাকা সাইদুল ইসলামের হাতে দেওয়া হয়েছে। বাচ্চঁা প্রসবের পরে তারা আনুষ্ঠানিক ভাবে মেয়েকে ছেলের বাড়ীতে নিয়ে আসবে বলেও জানান।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, ভিকটিমের চাচা রবিউল ইসলামের বাদী হয়ে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ডোমার থানায় মামলা নং-১৭। সেই মামলায় আসামী মোস্তাকিন ইসলাম ফরিদকে ডিমলা উপজেলার মতির বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার(২২সেপ্টেম্বর) বিকেলে ফরিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিস

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন