প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আমখোলায় ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে পারাপার

মোঃ সুমন খান, গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় আমখোলা ইউনিয়নে তাফালবাড়ীয়া গ্রামে প্রতিদিন ঝুঁকিপূর্ণ আয়রন ব্রীজ দিয়ে পারাপার হচ্ছে অত্র এলাকার শতশত জনগন। ঝুঁকি পূর্ণ ব্রীজটি দক্ষিণ পূর্ব বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর হওয়ায় জীবনের ঝুঁকিনিয়ে ব্রীজটি পাড় হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে বিদ্যালয়ের প্রায় অর্ধশতাদিক শিক্ষার্থী। প্রাই সময় বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীরা ভাঙ্গা ব্রীজ থেকে পরে মারাত্মক দূর্ঘটনার স্বীকার হচ্ছে। মোঃ সুমন জোমাদ্দার নামে শিক্ষার্থীর অভিভাবক জানান তিনি ভয়ে আতঙ্কে ছেলে-মেয়ের দের নিয়মিত স্কুলে পাঠাতে পারছেন না, কারন যে কোন সময় তার সন্তানেরা ব্রীজ দিয়ে পরে মারাত্মক দূর্ঘটনার স্বীকার হতে পারে। দক্ষিণ পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া আক্তার জানান বিদ্যালয় সংলগ্ন ব্রীজটি ভাঙ্গা ও ঝুকিঁ পূর্ণ হওয়া বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এমনকি এলাকায় ঝড়ে পরা শিক্ষার্থীর সংখা বৃদ্ধি পাচ্ছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন জুলিয়া জানান আমরা প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব অর্থয়নে বাঁশ দিয়ে মেরামত করলেও তা দীর্ঘ টেকশই হচ্ছেনা। স্থানীয় সূত্রে জানা যায় ব্রীজটি প্রায় 40/50 বছর পূর্বে নির্মান করা হলেও অদ্য পর্যন্ত সংস্কার করা হয়নি।সময়ের সাথে সাথে দেশে অনেক উন্নয়ন হলেও অদ্য পর্যন্ত কর্তৃপক্ষের নজরে আসেনি অত্যান্ত ঝূকিপূর্ণ মরনফাঁদ ব্রীজটি।এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে ফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্দ পাওয়া যায়। এলাকার জনসাধারণ,শিক্ষার্থী , অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগন পরিত্যক্ত আয়রন ব্রীজটি অপসারণ করে দ্রুত নতুন ব্রীজ নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন