প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

তিন রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি

ভারত থেকে মনোয়ার ইমাম

আজ ভারতের রাজস্থান ও মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় ও তেলেঙ্গানা রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশ হতে চলেছে। এখন পর্যন্ত যা খবর তাতে রাজস্থান রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেস কে হারিয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। সেই সঙ্গে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্য প্রদেশে পুনরায় ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। সাথে সাথে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ছত্তিসগড় রাজ্যের ক্ষমতা দখল করতে পারে বিজেপি এখন পর্যন্ত যা খবর হতে চলেছে তাতে বিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেসের সাথে সমান্তরাল ভাবে টক্কর চলেছে। অপরদিকে ভারতের দক্ষিণ রাজ্যে তেলেঙ্গানা তে টি আর এস কে হারিয়ে ক্ষমতা দখল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার। তবে কিছু দিন আগে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারত জড়ো আন্দোলন শুরু করে তাতে প্রভাব ফেলে দেয় সারা ভারতের বিভিন্ন রাজ্যেয়। কিন্তু ছয়মাস হতে না হতে সেই দৃশ্য ফিকে হয়ে গিয়েছে। ভারতের রাজস্থান রাজ্যের মোট আসন ২৩০টি, তার মধ্যে বিজেপি এগিয়ে ১৬০টি, এবং ভারতের জাতীয় কংগ্রেস ৭০টি, তে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ রাজ্যের মোট আসন হল ১৯৯টি, এখানে বিজেপি এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভারতের ছত্তিসগড় রাজ্যেয় এগিয়ে যাচ্ছে বিজেপি। তবে ছত্তিসগড় রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের সাথে বিজেপি সমান্তরাল ভাবে টক্কর দিয়ে যাচ্ছে। এবং ভারতের তেলেঙ্গানা রাজ্যের টি আর এস কে প্রত্যাখ্যান করছে সেখানকার মানুষ। এই রাজ্যের ক্ষমতা দখল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার। আজকের এই ঐতিহাসিক জয়ে ২০২৪শে, লোকসভার আগে কিছুটা বাড়তি সুবিধা পাবে বিজেপি। আজকের এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিজেপি নেতা অমিত শাহ রাজস্থান রাজ্যে মধ্যপ্রদেশ সহ চার রাজ্যের মানুষ কে অভিনন্দন জানিয়েছেন। এবং আজকের রাতে দিল্লি তে বিজেপি র জয়ী বিধায়ক নিজ নিজ রাজ্যের নেতাদের ডেকেছে বৈঠক করার জন্য। তিন রাজ্যের ক্ষমতা দখল করার পর সেখানকার নেতা ও কর্মীরা মেতে ওঠেন আনন্দে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন