প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হযরত চেরাগী পীর ফতেহ আলী শাহ (র:) এর মাজার পরিচালনা কমিটির উদ্যোগে মিলাদ ও দােয়া মাহফিল

হযরত চেরাগী পীর ফতেহ আলী শাহ (র:) এর মাজার পরিচালনা কমিটির উদ্যোগে মিলাদ ও দােয়া মাহফিল । রায়পুরা নরসিংদী রায়পুরায় হযরত চেরাগী পীর ফতেহ আলী শাহ (র:) এর মাজার পরিচালনা কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩) ডিসেম্বর দুপুরে হযরত চেরাগী পীর ফতেহ আলী শাহ (র:) এর মাজার প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার ৬ বারের সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজুউদ্দিন আহমেদ রাজু এমপির সযোগ্য সন্তান উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ প্বার্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাষ্টারসহ আ’লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ প্বার্থ বলেন, আমার বাবা রাজুউদ্দিন আহমেদ রাজু এমপি হলো পীর খাজা চিশতি (র:) এর ভুক্ত প্রিয় মানুষ। তার কৃপায় আমার বাবা ৬ বারের সংসদ সদস্য হয়েছেন। আর পীর আওলিয়াগনদের কাছে মন থেকে দোয়া করলে সবকিছুর আশা পূরণ করা যায়। বাবার হাত ধরে হযরত চেরাগী পীর ফতেহ আলী শাহ (র:) মাজার শরীফের ব্যপক উন্নয়ন করেছেন। তিনি আরও বলেন, আমার বাবা সারাজীবন নিজের জন্য কিছু করেননি। যা করেছেন সাধারণ মানুষের সেবার জন্য করেছেন। তার বাবার দীর্ঘায়ু কামনা করে মানুষের সেবায় যেনো সবসময় পাশে থাকতে পারেন। সে জন্য সকল সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন