প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কানের ভিতর ইলেক্ট্রনিক ডিভাইস রেখে পরিক্ষা

মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় কানের ভিতর গোলাকৃতি ক্ষুদ্র ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করার অপরাধে দুজন পরীক্ষাথী গ্রেফতার হয়েছে।২ ডিসেম্বর শনিবার সকালে লালমনিরহাট সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

জেলা প্রশাসন সুত্র জানান, লালমনিরহাট সরকারী কলেজ কেন্দ্রে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়।পরীক্ষা শুরুর কিছুক্ষন পর মেহেদী হাসান ও ধর্মকান্ত রায় নামের দুজন পরীক্ষাথীর কানে ইলেট্রনিকস ডিভাইস পায় কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট।পরে তাদেরকে সদর থানা পুলিশের সোপর্দ করেন তারা।

এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ ও জেলা প্রশাসন জানান।তাদের দুজনের বাড়ি জেলার আদিতমারী উপজেলায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন