প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুরু

এস এম আলমগীর চাঁদ ( সাঁথিয়া, পাবনা প্রতিনিধি )

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পাবনার সাঁথিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হলো । শুক্রবার ( বাইশ সেপ্টেম্বর ) বেলা তিনটায় এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে । উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নৌকা বাইচ বাঙালির ঐতিহ্য । নৌকা আমাদের জয়ের প্রতীক । অতি প্রাচীন কাল থেকেই বাঙালি জাতির ঐতিহ্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্থানে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে । আর তাই প্রতিবছর প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাঁথিয়ার ইছামতী নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয় ।
সাঁথিয়ার ইছামতী নদীতে এ উত্তেজনা কর নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে দর্শকের কোন ঘাটতি ছিল না । নদীর দুইপার দিয়ে এমন কি বাসা বাড়ির ছাদ থেকে হাজার হাজার মানুষ উপভোগ করছিল এ প্রতিযোগিতা ।
সাঁথিয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ হোসেন, উপজেলা কৃষি লীগের সভাপতি এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রকাশ থাকে যে, আগামী আঠাশ সেপ্টেম্বর এ নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে । ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন