প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি মামুনুর রশিদ

ভাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি মামুনুর রশিদ । ফরিদপুর জেলার ভাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি হলেন ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মোঃ মামুনুর রশীদ। আজ শনিবার বিকেলে ভাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সাংবাদিকের ঐক্যমতের ভিত্তিতে ও সর্বসস্মতিতে সিনিয়র সাংবাদিক হিসেবে তাকে সভাপতির পদে দায়িত্ব অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী সাইফুল্লাহ শামীম, সাংগঠনিক সম্পাদক এম এম আসাদ মুন্সী,.যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন, আলম মুন্সী, মোহাম্মদ ইমরান মুন্সী,। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মাহমুদুল হক বাহার,জামাল উদ্দিন,জাকারিয়া খান,সাইদুর রহমান, তরিকুল ইসলাম, শাহিন মিয়া,আখতারুজ্জামান মাস্টার,শান্ত, সাইফুল ইসলাম, সালমান ইসলাম, সাগর মুন্সী, সোহাগ মিয়া, রনি মিয়া, রাব্বি হোসেন, রাসেল বিশ্বাস, প্রিতম সরকার, সুমন হোসেন প্রমূখ। উল্লেখ্য ভাঙ্গা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সংগঠন বিরোধী কার্যক্রম ও সকল সদস্যদের মতামত উপেক্ষা করে অন্য সংগঠনের নেতৃত্বে নিজেকে সচেষ্ট রাখার স্বচিত্র দৃষ্টিগোচরে আসে। বিষয়টি দলের বিষয়টি নিয়ে বিব্রত হতে হয়। সেই কারণে ভাঙ্গা প্রেসক্লাবের জরুরী সভায় তার উপর অব্যাহতি আনা হয় এবং তার পরিবর্তে এখন থেকে সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদকে দায়িত্ব অর্পণ করেন ভাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন