রৌনকা আফরুজ সরকার এক যে ছিল বাবার আদরের রাজকন্যা, পরিবারে ছিল আনন্দ আর হাসির বন্যা। বাবার রাজকন্যা একদিন রাজনীতির মাঠে নেমেছিলো, তারপর থেকে দেশদ্রোহীর আক্রমণে জীবন এলোমেলো। বাবার রাজকন্যাকে স্বপরিবারে শেষ করার জন্য খাবারে একটু একটু পয়জন দিয়ে হত্যার চেষ্টাও করছে হয়ে জঘন্য। বাবার রাজকন্যা একদিন সবই বুঝতে পারলো, বাবার রাজকন্যা তাই কলম যুদ্ধে ঝাপ দিলো। কলম যুদ্ধ পয়জন আটকাতে পারবে কিনা জানিনা, তবে দেশদ্রোহীর ইতিহাস অবশ্যই পারবে করতে রচনা। দেশদ্রোহীর অস্ত্র সংগীতের সাথে কলম সংগীতের যুদ্ধ, থামবে তো পয়জনের সাথে দেশদ্রোহীর অগ্নি নৃত্য? কখনো কখনো জীবন কবিতা হয়ে ওঠে, অথবা কবিতা জীবন হয়ে ছুটে।