প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

তাড়াশে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত ।প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে উপজেলা
পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (৩রা ডিসেম্বর) রবিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা সহকারী অফিসের ভূমি খালিদ হাসান । এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তারাশ পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোসাব্বির হোসেন খাঁন, সমাজসেবা কর্মকর্তা একেএম মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইয়াছিন আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ আলী,লথিব,তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম,বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের আব্দুর রাজ্জাক রাজু, নারী কাউন্সিলর রোকসানা রুপা, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দোবিলা অটিষ্কিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন