প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অবশেষে এলে ফিরে বৃষ্টি হয়ে

অবশেষে এলে ফিরে বৃষ্টি হয়ে” ।অবশেষে এলে তুমি বৃষ্টি হয়ে চিরচেনা তবুও অনেক অচেনা রুপে যেনো হারিয়ে যাওয়ার টানে কোমল পরশে নিবির সাজে । অবিরাম বৃষ্টির ধারা যেমন ভূমিকে নরম করে তোলে , তেমনি এই রুক্ষ হৃদয় যেনো নত হলো তোমার পরশে । আগন্তুক পথিকের ন্যায় আমি নির্বাক হয়ে আছি চেয়ে। থেমে গেছে যেনো হৃদস্পন্দন , শুধু দৃষ্টিতে আছে দু’নয়ন । ভেজা বকুলের গন্ধ পাই আবরনে তাই খুঁজে যাই । মনে পড়ে সেই বৃষ্টিবেলাটি ক্ষনে ক্ষনে ক্লান্ত হয়ে আসা সেই অবিরাম বাদল ধারা । আবার দমকা মাতাল হাওয়া মাতিয়ে তোলে দস্যি রুপে । এলো কেশের ঝরনা ধারায়, ডুবে যাই অতি সঙ্গপনে । বাহিরে অবিরাম বৃষ্টির খেলা আধো আলোয় ভরা এ বেলা । হঠাৎ শোনা যায় ঐ দূরে – ভেঁসে আসা দোঁয়েলের গান , নিরবে গোপনে সঞ্চার হলো দুজনে বাঁধানো প্রিয় ঐকতান । অবশেষে এলে ফিরে বৃষ্টি হয়ে তাই মুগ্ধ নয়নে আছি চেয়ে, আজও আমি সিক্ত তোমার ধারায় মিশে যেতে চাই গোপন অনুভবে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন