প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পে শতাধিক আহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পে শতাধিক আহত। আজ শনিবার সকাল ৯:৩৫ মিনিটে কুমিল্লাসহ আশে পাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় কুমিল্লা থেকে ৪৫ কিঃমিঃ দূরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে এই ভূমিকম্পের উৎপত্তির স্থল। কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন ছুপুয়া রাস্তার মাথা সংলগ্ন রপ্তানি মুখী বাণিজ্যিক শিল্প কারখানা আমির শার্ট লিমিটেডের গার্মেন্টস শ্রমিকরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করে নিচে নামার সময় প্রায় শতাধিক কর্মী আহত হয়েছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস, চৌদ্দগ্রাম থানা পুলিশ এবং স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর আহত ৩ জন শ্রমিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‌‌আমির শার্ট লিমিটেডের দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কতজন আহত হয়েছে তার সঠিক হিসাব এখনো করা হয়নি। তবে কেউ নিহত হয়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন