প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল সহ ১জন আসামী আটক

চয়ন কুমার রায়

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযান টিম কর্তৃক থানা এলাকার ০৩নং তুষভান্ডার ইউনিয়নের তালুক বানীনগর মৌজাস্থ শান্তিগঞ্জ বাজার রেলক্রসিং হইতে অনুমান ২০গজ উত্তরে চাপারহাট টু কাকিনাগামী পাকা রাস্তার উপর হতে আসামী ১.মোঃ লিটন হোসেন (৪৫),পিতা- মোঃ লিয়াকত আলী,সাং- জুম্মা পাড়া কৈলাস রঞ্জন স্কুলের পাশে,থানা-কোতয়ালী,আরপিএমপি,রংপুর এর নিকট হতে ৯০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১টি মোটরসাইকেল আটক করে এসময় কয়েকজন পালিয়ে যায়, তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন