লিডার আমিই বাংলাদেশ।।
আমি বাংলা মায়ের দামাল ছেলে,
আমার কিসের ভয়।
আমার তাজা রক্ত দিয়ে
হবে আবার জয়।
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার দেশ।
হৃদয় থেকে শপথ নিয়েছি।
গড়বো সোনার দেশ।
আমি লিডার, আমিই বাংলাদেশ।।
কারোর জন্য অপেক্ষা নয়,
এগিয়ে যাওয়ার এইতো সময়।
আমাদের আর নেই কোন ভয়।
আমরাই করব জয়।
আমি লিডার,আমিই বাংলাদেশ।।
হিংসা যুদ্ধ বিদ্বেষ নয়
আপন হওয়ার এইতো সময়।
ভালোবাসা দিয়ে হয় যেনো জয়।
এমনইতো করেছি পন।
আমি লিডার,আমিই বাংলাদেশ।।