প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঘুষ ছাড়া চাকুরি চাই

মোঃ খাইরুজ্জামান সজিবঃ কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে ঐক্যবদ্ধ হও” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন ধানমন্ডি থানার ৫ম সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে মাকসুদুল কবীর সোহেল কে সভাপতি, নিলয় চৌধুরী কে সাধারণ সম্পাদক ও সীমা রানী কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু ও ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক যুবনেতা শাহীন ভুঁইয়া এবং সম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য শংকর আাচার্য।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন