প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আলোকিত বিজ্ঞান (রৌনকা আফরুজ সরকারে ইচ্ছে)

এমন একটা যন্ত্র আবিস্কার
করতে মন চায় যে যন্ত্রের
উপর দাঁড়ালে মানুষের কুপ্রবৃত্তির
মাত্রা নির্ণয় করা যাবে।

এমন একটা ঔষধ আবিস্কার
করতে মন চায় যা খেলে
কুপ্রবৃত্তি রিমুভ হবে।

জানি এটা শুধু আমার কল্পনা।

কুপ্রবৃত্তি রিমুভ হলে
সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে।
হবেনা পৃথিবীতে কোন যুদ্ধ,
হবেনা পৃথিবী বাকরুদ্ধ।

বিশ্বশান্তি রক্ষায় ভালোবাসার বিকল্প নেই।

যুদ্ধমুক্ত বিশ্ব গড়তে চাই
তাইতো আমি ভালোবাসার হাত বাড়াই।

বিশ্বের সকল নির্যাতিত
মানুষের প্রতি সমবেদনা জানাতে,
নির্যাতনমুক্ত বিশ্ব গড়তে
আমার এই যন্ত্র আবিস্কারের কল্পনা।

আমাদের হৃদয়ের কুপ্রবৃত্তি রিমুভ হলে জন্ম নিবে
নিঃস্বার্থ ভালোবাসা।
বিশ্বহতে বিদায় নিবে হত্যা, দ্বন্দ্ব,
গুম, খুণ আর হতাশা।

জানি আমার সাধ আছে সাধ্য নাই
আমি অতি নগন্য
তবুও বিশ্বশান্তি রক্ষার কল্পনা করে যাই।

যে বিজ্ঞান পারেনা যুদ্ধ
বন্ধ করতে,
যে বিজ্ঞান পারেনা
হত্যা, গুম, খুণ বন্ধ করতে
সে বিজ্ঞান আলোকিত নয়।

আমার কল্পনা সত্যি হলে
জন্ম নিবে পৃথিবীতে আলোকিত বিজ্ঞান।
বিজ্ঞানকে অন্ধকার থেকে টেনে বের করে
আলোতে আনতে চাই।

যন্ত্র আবিষ্কারের পাশাপাশি
আলোকিত বিজ্ঞানের
জন্ম দেওয়াই লেখকের ইচ্ছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন