প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

দাকোপে প্রতারণার প্রলোভনে সংসার হারা ছায়মা

মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-

খুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভার ছোট চালনা গ্রামের ছায়মা খাতুন ( ৩০) নামের এক মহিলা প্রতারণার শিকার হয়ে প্রলোভনে পড়ে সংসার হারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবে এ ঘটনায় প্রতি কার চেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগী ছায়মা খাতুনের দাকোপ থানায় ১ লা ডিসেম্বর দায়ের করা অভিযোগ সুত্রে জানাযায়, চালনা পৌরসভার ২ নং ওয়াডের ছোট চালনা গ্রামের মৃত হোসেন আলী তাঁর পিতা। পিতার মৃত্যুর পর পৌরসভার চালনা সবুজ পল্লী গ্রামের মৃত এস্কেন্দার আলী শেখের পুত্র মিন্টু শেখ এর সাথে বিবাহ হয়। মিন্টু শেখের সাথে বিবাহ হওয়ার পর হতে পানখালী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বিবাদী আক্কাস গাজীর পুত্র মোঃ আক্তারউজ্জামান মুসা গাজী (৩৯) ছায়মাকে বিবাহ করার জন্য প্রতিনিয়ত মোবাইল ফোনে, এমনকি সরাসরি প্রস্তাব দেয় এবং মিন্টু শেখের সংসার ছেড়ে দিতে বলে । সে কারনে ছায়মা খাতুনের সাথে মিন্টু শেখের প্রতিনিয়ত অশান্তি ও বনিবনা না হওয়ার কারনে উভয়ের সস্মতিতে ৩০ শে নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে চালনা বৌমার গাছতলা মহিবুর মাষ্টারের বাড়ীতে মোঃ হোসাইন আহমেদ (আবেদীন) কাজির মাধ্যমে তালাক হয়। কাবিল নামা হিসাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়। সেখানে, বিবাদী মুসা গাজী, মিন্টু শেখের দেওয়া এ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমাকে বিবাহ না করে, তাৎক্ষনিক মটর সাইকেল যোগে ঘটনা স্হল ত্যাগ করে, এলাকা ছাড়া হয়। এখন মুসা গাজী তাঁর (ছায়মা খাতুন) কে বিবাহ করবেনা এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ভয় ভীতি ও হুমকি ধামকি দিছে। বিবাদী মুসা গাজীর প্রলোভনে পড়ে সংসার হারা হয়ে মান মর্যাদা ক্ষুন্ন করে মানবেতর জীবনযাপন সহ ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করেছে ছায়মা খাতুন।
এ ব্যাপারে দাকোপ থানার সেকেন্ড অফিসার ও অভিযোগের তদন্ত কারী কর্মকর্তা সুশান্ত কুমার এর সাথে কথা হলে তিনি বললেন ১ লা ডিসেম্বর ছায়মা খাতুনের অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন