প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পাইকগাছার রোজ বার্ড কিন্ডার গার্টেন এ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জোটের প্রধান সমন্বয়ক নিউটন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

বিশেষ অতিথি ছিলেন মোঃ রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ পাইকগাছা থানা,শেখ মাহবুব রহমান রঞ্জু প্যানেল মেয়র প্যাকেজ পৌরসভা,রন্জন কুমার বাইন ওসি অপারেশন পাইকগাছা থানা,রমেন্দ্র নাথ সরকার অধ্যক্ষ(অবঃ)পাইকগাছা সরকারি কলেজ,সহকারী অধ্যাপক সুকুমার বাছাড়,অলকেশ মন্ডল সাধারণ সম্পাদক গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা,রহিমা আক্তার শম্পা প্রধান শিক্ষক কপিলমুনি মেরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়,দেবব্রত বিশ্বাস দেবু যাত্রাশিল্পী নায়ক গায়ক ও পরিচালক মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা।

অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোট ও ইউনিয়ন সাংস্কৃতিক জোটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় সুধীজন,লেখক, রাজনীতিবিধ,পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনেকেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন