প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

অস্বচ্ছল ছাত্র- ছাত্রীদের মাঝে কানাডা বাংলাদেশ মুসলিম সোসাইটিও সুরভীর যৌথ উদ্যােগে শিক্ষাবৃত্তি চেক বিতরন

মোঃ খাইরুজ্জামান সজিব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ-২ রা ডিসেম্বর -২০২৩ বেসরকারি উন্নয়ন সংস্থা সুরভি কানাডা বাংলাদেশ মুসলিম সোসাইটির আর্থিক সহায়তায় অস্বচ্ছল অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক করা হয়। এ শিক্ষাবৃতির পরিমান ৩০০০০ হাজার টাকা যা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলার মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নরত ৬৫ জন নির্বাচিত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির প্রথম কিস্তির চেক ও একটি সনদ প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সুরভির নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের, কানাডা বাংলাদেশ মুসলিম সোসাইটির – ভাইস প্রেসিডেন্ট জামিল জামান,তার সহধর্মিণী শিরিন জামান,বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত এ, এম ইয়াকুব আলী। তাছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে সুরভির শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন