প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

মোঃ মুকুল হোসেন সিরাজগঞ্জঃ

“পথ যেন হয় শান্তির ” মৃত্যুর নয়- এ শ্লোগান নিয়ে – নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে – ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে ফুলের শুভেচ্ছা , কেক কর্তন, আলোচনা সভা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর -২০২৩) সকালে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ সমবায় ভবনের একটি কক্ষে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক সৈয়দ নতুন শিরাজী।
অনুষ্ঠানের সার্বিকভাবে দায়িত্বে ছিলেন এবং সঞ্চালনা করেন- নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ আবু লায়েস হোসেন উজ্জ্বল।
এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন এবং উপস্থিত ছিলেন – নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন-আহবায়ক এ,এইচ, এম মহিবুলাহ, মোঃ সাইদুল ইসলাম, সদস্য সাংবাদিক আজিজুর রহমান মুন্না, মোস্তাফিজুর রহমান বেল্লাল, মোঃ গোলজার হোসেন, নাসিমা আক্তার, শিউলী বেগম, ইয়াসমিন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, উজ্জ্বল শেখ, মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহরের এস.এস রোড় সহ অন্যান্য সড়কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন