প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

মোঃ মুকুল হোসেন সিরাজগঞ্জঃ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর আয়োজনে ৫১ তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ হয়। এ অনুষ্ঠানে – পতাকা উত্তোলন, রিপোর্ট পেশ, আলোচনা ও কমিটি গঠন করা হয়।

শনিবার (২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে- ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল খান।
৫১ তম বার্ষিক সাধারণ সভায় রিপোর্ট পেশ করেন-সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান।
এ বার্ষিক সাধারণ সভায় আরো বক্তব্যে রাখেন-বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং
সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য দানিউল হক দানি মোল্লা, কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস. এম. নাসিম রেজা নুর দিপু, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই তালুকদার প্রমুখ।
উক্ত ৫১ তম বার্ষিক সাধারণ সভায় – ২০২৪ হতে ২০২৬ খ্রীঃ এর মেয়াদে কমিটি গঠন করা হয়- এতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান, সেক্রেটারী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ২০২৪ হতে ২০২৬ সাল মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হলেন- অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, গাজী মোঃ ফিরোজ তালুকদার, মোঃ দানিউল হক, সেলিনা বেগম স্বপ্না এবং সদস্য সচিব ও সহকারি পরিচালক মোঃ রবিউল আলম নির্বাচিত হয়।
এ কমিটি গঠন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস.এম মনোয়ার হোসেন, নির্বাচন কমিশনার অ্যাডঃ মোঃ মহসীন খান রানা, অ্যাডঃ মোঃ রেজাউল বারী রন্টু।
এ সময়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, কর্মকর্তা আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম তাজ, যুবরেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান শাপলা খাতুন সহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন