প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গুইমারায় ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার-২

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় ১৫লাখ টাকার ভারতীয় ওষুধসহ ২ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) গভীর রাতে গুইমারার হাফছড়ি সিকদার মোড় যাত্রী ছাউনি এলাকা থেকে পুলিশ একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে এসব অবৈধ ঔষুধসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙামাটিয়ার মো. সেলিমের ছেলে মো. জাবেদ(২৪) ও একই এলাকার মৃত কাজী মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাজী মো. ইব্রাহিম রিদওয়ান (২২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানা পুলিশের একটি বিশেষ টিম শুত্রবার রাত সাড়ে ১২টার দিকে হাফছড়ির সিকদার মোড় যাত্রী ছাউনি এলাকায় চেক পোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। এসময় একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-গ ১১-৮৪৩৮) তল্লাশি করে ভারতের তৈরি ২০প্রকারের ৩৩ হাজার ৩৪৩পিস ওষুধসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ১৫লাখ টাকা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজীব কর বলেন, গ্রেফতারকৃত আসামিরা জানায়, জব্দকৃত ওষুধ তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তাদের কাছে জব্দকৃত ওষুধগুলোর কোন বৈধ কাগজপত্র ছিল না।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন